Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ কেসের ডুপ্লিকেট খতিয়ানপ্রদান
বিস্তারিত

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা ভূমি অফিস

সহঃ কমিশনার (ভূমি)/

নামজারি সহকারী

 

উপজেলাভূমিঅফিস

সাধারণত ০৫ দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবদেন দাখিল করতে হয়। থানায় জিডি এন্ট্রিসহ আবেদনকারীর নিকট হতে প্রাপ্ত আবেদনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। অত:পর যাচাই বাছাই করে  ডুপ্লিকেট পর্চা তৈরিপূর্বক সহকারী কমিশনার (ভূমি) বরাবর উপস্থাপন করা হয়। ডুপ্লিকেট পর্চা তৈরি হলে সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষান্তে স্বাক্ষর প্রদান করেন এবং আবেদনকারীকে সরবরাহ করার নির্দেশ দেন। ১ কপি সংশ্লিষ্ট নামজারি মোকদ্দমার নথিতে সংরক্ষণ করা হয়ে থাকে।

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. কোর্টফিসহআবেদনদাখিল

২. আবেদনেস্পষ্টভাবেচাহিতরেকর্ডেরবর্ণনাথাকবে

৩. থানারজিডির কপি

প্রয়োজনীয় কাগজপত্র

১. কোর্টফিসহআবেদন

২. থানায়জিডিরকপি

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

১. আবেদন ফি(কোর্ট ফি)- ১০/- টাকা

২. খতিয়ান ফি-৪৩/- টাকা (সর্বমোট৫৩/-)

 

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১. সাক্ষ্য আইন – ১৮৭২

২. রেকর্ড ম্যানুয়াল -১৯৪৩

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

অতিরিক্তজেলা প্রশাসক (রাজস্ব)

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

ক) নাগরিক পর্যায়

সঠিক সময়ে গ্রহণ করে না

যথাযথভাবে সংরক্ষণ করে না, ফলে সমস্যায় পড়েন

খ) সরকারি পর্যায়

প্রয়োজনীয়  জনবলের  অভাব

যথাযথভাবে রেকর্ড/নথি সংরক্ষণের ব্যবস্থা না থাকা 

বিবিধ/অন্যান্য